কসবা পৌরসভার সন্নিকটে ১০৫ শতাংশ মরহুম সুরুজ মিয়া পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে মরহুম আব্দুল মান্নান মুতি মিয়ার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন আতাউর রহমান বাবু, এড.মনির হোসেন,কাকন মিয়া নামের ভুক্তভোগী পরিবার। জমি দখলের চেষ্টাসহ মরহুম আব্দুল মান্নান মুতি মিয়ার পরিবারের সদস্য জিয়াউল হুদা শিপন, সেলিম, রিপনসহ কয়েকজন গালমন্দ করে জীবনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আতাউর, মনির, কাকন পৌর এলাকার তেতৈয়া গ্রামের বাসিন্দা। শনিবার সকালে কসবা উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতাউর,এড.মনির ও কাকন বলেন, মরহুম আব্দুল মান্নান মুতি মিয়ার ছেলেরা গোপনে আ:মান্নান মুতি মিয়ার নামে বিএস ২৩০ নং চুড়ান্ত খতিয়ান সৃজন করেছেন। আমাদের মালিকানা আরওআর খতিয়ানের সাবেক ৩৪৯ দাগের ১০৫শতাংশ ভূমি তাহাদের পিতা আ:মান্নান মুতি মিয়ার নামে বিএস খতিয়ান সৃজন হওয়ায় উক্ত খতিয়ানটি বাতিল আবেদন করি। এতে জিয়াউল হুদা শিপন,বাচ্চু মিয়া,সেলিম,রিপন আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেছেন। অপর দিকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন। একই দিন শনিবার দুপুরে স্থানীয় কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,শাহাদাৎ হোসেন,মো:মাতেন মিয়া,এলু মিয়া এক সাংবাদিক সম্মেলন করে বলেন আব্দুল মান্নান মুতি মিয়ার ছেলেরা জালজালিয়াতি করে জমি বুঝাইয়ে না দিয়ে উল্টো মামলা দিয়ে হয়রানি করছেন। আইনমন্ত্রীর কাছে উভয় পক্ষই সাংবাদিক সম্মেলনে ন্যায় বিচার দাবী করেছেন।এই দিকে জিয়াউল হুদা শিপন এর কাছে জানতে চাই তিনি কারোর জমি দখল করার বিষয়টি সত্য নয় বলে জানান।
কসবা প্রতিনিধি