কসবায় পুত্র বধুর অত্যাচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৮:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ২২৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের নিহত পুত্রর স্ত্রী পরকীয়া প্রেমে বিবাহ আবদ্ধ হয়ে শশুড় ও ননদকে হুমকিসহ হরানির প্রতিবাদে আজ শনিবার দুপুরে কসবা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। কসবা পৌর এলাকা আড়াইবাড়ি গ্রামের হাজী সামসুল হক তার মৃত্যু ছেলের স্ত্রীরোজিনা আক্তার স্বামী মারা যাওয়ার পর পরকিয়া প্রেমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জোর করে স্বামীর বাড়িতে সাবেক স্ত্রী রোজিনা আক্তার অবস্থান করে শশুড়ও ননদসহ পরিবারের সদস্যদের মিথ্যা মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। গ্রাম্য শালিশী বসে দুই পক্ষের সম্মতিক্রমে মিমাংসা নামায় করা হয়। মিমাংসানামায় অঙ্গিকার দেন রোজিনা আক্তার কয়েকদিনের মধ্যে সাবেক স্বামীর বাড়ি ঘর ছেড়ে বর্তমান স্বামীর বাড়িতে অবস্থানসহ জীবন যাপন করিবে। এবং মানবিক কারণে হাজী সামসুল হক তার নাতি দুই সন্তান ১কন্যাকে পিতার অংশ থেকে প্রতিবছর দুই মন চাউল প্রদান করা হবে। কিন্তু রোজিনা আক্তার উল্টো না গিয়ে শশুড়,ননদসহ পরিবারের সদস্যদের উপর নিযাতনসহ হামলা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। তার কাছ থেকে মুক্তি পেতে বিজ্ঞ আদালতে শশুড় ও ননদ মামলা করেও আত্ব রক্ষা করতে পারছেন না। সংবাদ সম্মেলনের মাধ্যমে রোজিনা আক্তারের কবল থেকে রক্ষা পেতে এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বর্ণা আক্তার। সংবাদ সম্মেলনে সামসুল হক,আম্বিয়া বেগম,মহরম আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।