কসবায় ২৫ কেজি গাঁজাসহ ৩ নারী আটক

0
28
কসবায় ২৫ কেজি গাঁজাসহ ৩ নারী আটক
কসবায় ২৫ কেজি গাঁজাসহ ৩ নারী আটক

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৫ কেজি গাঁজাসহ ৩ নারীকে আটক করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর, রবিবার দুপুর ২টার দিকে উপজেলার বিনাউটি ইউপির চাপিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক পারভীন আসমা (৩৭) জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউপির চাপিয়া পশ্চিমপাড়া এলাকার নোয়াব মিয়ার স্ত্রী, একই ইউপির ধজনগর (পূর্বপাড়া) এলাকার লতিফ মিয়ার মেয়ে শিরিনা আক্তার বিউটি (২৩) ও ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার শাসলা পিয়ালা পূর্বপাড়া এলাকার মোতালিব মিয়ার মেয়ে রুমা খাতুন (২০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রোববার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপিয়া-আদ্রাগামী আঞ্চলিক সড়কের বিনাউটি ইউপির চাপিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাকা রাস্তার উপর থেকে তিন নারীকে আটক করা হয়। পরে তাদের শরীরে বিশেষ কায়দায় রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here