কসবায় ১০ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

0
32
কসবায় ১০ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার
কসবায় ১০ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া সাকিনে ১০ কেজি গাঁজাসহ মোঃ কুদ্দুস মিয়া নামের ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেছেন কসবা থানা পুলিশ। কসবা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ অক্টোবর ১২:২৫ সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন বিনাউটি ইউনিয়নস্থ চাপিয়া সাকিনে সিদ্দিকুর রহমান পুলিশের বাড়ির সামনে সৈয়দাবাদ হইতে কসবা গামী পাকা রাস্তার ওপর ব্যাটারী চালিত অটোরিকশায় যাত্রী বেশে থাকা মোঃ কুদ্দুস মিয়া (৪২) এর কাছে থাকা একটি কলেজ ব্যাগের ভিতর খাঁকি রং এর স্কচস্টেপ দ্বারা মোড়ানো দুইটি গাঁজার প্যাকেট এবং একটি সাদা রঙ্গের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর খাঁকি রংয়ের স্কচস্টেপ দ্বারা মোড়ানো দুইটি গাঁজার প্যাকেট, যাহার প্রতিটি গাঁজার প্যাকেটের ওজন ২ কেজি ৫০০ গ্রাম করিয়া মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

মো: কুদ্দুস মিয়া (৪২) কসবা উপজেলার মেহারি ইউনিয়ন শিমরাইল উত্তরপাড়া (মফিজ মেম্বারের বাড়ি) এর মৃত শাহজাহান মিয়ার ছেলে। মোঃ আমান উল্লাহ আমান এসআই (নি:) ঘটনার নিশ্চিত করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, বিনাউটি ইউনিয়নস্থ চাপিয়া সাকিনে সিদ্দিকুর রহমান পুলিশের বাড়ির সামনে সৈয়দাবাদ হইতে কসবা গামী পাকা রাস্তার ওপর ব্যাটারী চালিত অটোরিকশায় যাত্রী বেশে থাকা মোঃ কুদ্দুস মিয়া (৪২) এর কাছে থাকা একটি কলেজ ব্যাগের ভিতর এবং একটি সাদা রঙ্গের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর দুইটি করে গাঁজার প্যাকেট, যাহার প্রতিটি গাঁজার প্যাকেটের ওজন ২ কেজি ৫০০ গ্রাম করিয়া মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। মামলা রুজুর কার্যক্রম প্রতিক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here