আজ ২৯ জুন বুধবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু স্যাটালাইট বিজ্ঞান ক্লাব এর উদ্যোগে এসসাডের আয়োজনে বিএফএফ এর সহযোগিতায় তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান মেলার আলোচনা অনুষ্ঠানে এসসাড কর্মকর্তা ফাহিম মুনতাসিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিকা জাহান সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সামসুন্নাহার বেগম, আলোচনার প্রথম এ স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্যটালাইট বিজ্ঞান ক্লাব এর সভাপতি বিদ্যালয়ের শিক্ষার্থী তায়েবা তাবাচ্ছুম। এসময় বক্তারা বলেন আলোকিত অসাম্প্রদায়িক সুন্দর সমাজ বিনির্মানে এমন বিজ্ঞান মেলা আরো ব্যপক বিস্তৃত পরিসরে হওয়া উচিত, কারণ বিজ্ঞান মানুষকে আলোর পথ দেখায়, জীবনকে করে সহজ শিক্ষার্থীদের বিজ্ঞান বিমুখতা দূর করতে এসসাডের এমন উদ্যোগের প্রশংসার দাবি রাখে। প্রধান অতিথি এমন আয়োজন বারবার করার আহবান জানান এসসাডের প্রতি। মেলায় শিক্ষর্থীরা ২০ টার মতো প্রজেক্ট তৈরি করে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতে এক উৎসব মুখর পরিবেশে দিন ব্যপী বিজ্ঞান মেলার সমাপ্তি ঘটে।
News Title :
এসসাডের আয়োজনে তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- Reporter Name
- Update Time : 04:53:37 pm, Wednesday, 29 June 2022
- 219 Time View
Tag :