এমপি মোকতাদির চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ

0
26
এমপি মোকতাদির চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ
এমপি মোকতাদির চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফর সঙ্গী হিসাবে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে গণসংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, সাবেক উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা তানজিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, শেখ মো.মহসিন, মহসিন মিয়া, এড.তাজুল ইসলাম খান, স্বপন কুমার রায়, জাহাঙ্গীর আলম, জায়েদুল হক, রেহেনা বেগম রানী, সেলিম রেজা হাবিব, সৈয়দ মো.আসলাম, শাহআলম, মাহমুদুর রহমান জগলু, খোকন কান্তি আচার্য, কাচন মিয়া, ফারুকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান লাভলু, ওয়াসেল সিদ্দিকী, গাজি রতন মিয়া, আবু হোরায়রাহ, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস,মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, জেলা শ্রমিকলীগ সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, পরিবহন শ্রমিকলীগ সভাপতি বারীন্দ্রনাথ ঘোষ, সাধারণ সম্পাদক সায়েম আহমেদ, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক আলম তারা দুলি, মৎস্যজীবি লীগ সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক শাহপরান, জেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সাবেক ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভূঞা, আশিকুল ইসলাম, আলামিন।

এমপি মোকতাদির চৌধুরীর গণসংবর্ধনা উপলক্ষে সোমবার সকাল সকাল শতশত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের রেলস্টেশন এলাকায় জমায়েত হন। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, ওয়ার্কার্স পার্টি,মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, রেডক্রিসেন্ট ইউনিট সহ অর্ধশত সংগঠন ফুলেল তোড়া নিয়ে সংবর্ধনায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here