মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল- আশুগঞ্জ) আসনে জাতীয় পার্টিন মনোনিত প্রার্থী আব্দুল হামিদকে সর্মথন দিলেন মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম। আজ ১৫ অক্টোবর রোববার সন্ধ্যায় সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানেন সঞ্চানায় সভাপতিত্ব করেন মো. আইয়ুব খান। ইব্রাহিম বলেন, আমি আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে স্বতত্ন প্রার্থী হয়েছিলাম। শতকরা এক ভাগ ভোটারের সাক্ষর জমা দিয়েছিলাম। ১০ জনের সাক্ষর যাচাই বাছাই ও তদন্তের জন্য একটি টিম গঠন কর্তৃপক্ষ। তারা সরাইলে তদন্তে আসে। ৫ জনের সাক্ষাৎ পায়। কথা বলে। ৪ জন মহিলা ভয়ে সত্য কথা বলেনা আর একজন আগেই মৃতবরণ করেছে । এক প্রশ্নের জবাবে ইব্রাহিম বলেন, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আমার মনোনয়ন পত্র বাতিল করেন। সময় কম ও ভারী বর্ষণের কারণে একা পারিনি। অন্যজনের সহায়তা নিয়েছিলাম। তাই এমনটা হয়েছে। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার লোকজন দিয়ে জাপা’র প্রার্থী আব্দুল হামিদকে সমর্থন দিয়েছি। আজ থেকেই আমি হামিদ ভাইয়ের পক্ষে কাজ করব। আমি উনার কাছ থেকে কোন টাকা নেয়নি। নিবও না। ভবিষ্যতে উনার সহযোগিতা পাইব। ইব্রাহিমেন সমর্থনে বা যোগদানে জাপা বা উপকৃত হবেন কী? জাপা প্রার্থী আব্দুল হামিদ বলেন, অবশ্যই আমি উপকৃত হবো। আমার সাথে মাঠে কাজ করলে অন্তত: ইব্রাহিমের লোকজন ও সমর্থকরা আমাকে ভোট দিবেন। এটাই কম কিসের?
News Title :
উপনির্বাচন জাপা’র প্রার্থী হামিদকে সমর্থন দিলেন মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম
- Reporter Name
- Update Time : 08:56:21 pm, Sunday, 15 October 2023
- 270 Time View
Tag :