Dhaka 6:09 am, Tuesday, 10 September 2024
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় প্রফেসর ডাঃ ইব্রাহিম এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত বন্যার্তদের পাশে দাড়িয়েছে চাঁদপুর নৌ পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানির বীমার মেয়াদপূর্তি চেক প্রদান ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আহ্বানে আখাউড়ায় ত্রাণ বিতরণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গুজব প্রতিরোধে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়রকে অশ্রুসিক্ত বিদায় সতীর্থদের
উপজেলা পরিষদ নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন সরাইল বিএনপি’র সাবেক সম্পাদক আনোয়ার হোসেন

উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন সরাইল বিএনপি’র সাবেক সম্পাদক আনোয়ার হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে এবার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। আজ সোমবার দুপুর ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সরাইলে আনোয়ার হোসেন সহ এ পর্যন্ত বিএনপি’র দুই নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরাইলে প্রথম অনলাইনে আনোয়ার হোসেন প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর মনোনয়নপত্র বৈধও ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গত এক মাসেরও অধিক সময় ধরে আনোয়ার হোসেন উপজেলার ৯ টি ইউনিয়নে জনসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন। উঠান বৈঠক, সভা, সেমিনার করছিলেন দিনরাত। আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। নিজ দলের প্রতি সমর্থন, আস্থা ও আনুগত্য দেখিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আনোয়ার হোসেন। তাই তিনি সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

এমন খবরে হতাশ হয়েছেন উনার অনুসারী ও বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ১৯৮৭ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজ ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলে সদস্য ছিলাম। ১৯৮৭ খ্রিষ্টাব্দ থেকে ১৯৯১ খ্রিষ্টাব্দ পর্যন্ত সরাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক ও ১৯৯১ খ্রিষ্টাব্দ থেকে ২০০৩ পর্যন্ত সরাইল উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। একই সাথে ২০০২ খ্রিষ্টাব্দ থেকে ২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলতার সাথে পালন করেছি। রাজনৈতিক জীবনের শুরূ থেকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে আসছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও মানুষের জন্য সততার সাথে কাজ করেছি। তারপরও নানা প্রতিকূলতার বিরূদ্ধে লড়াই সংগ্রাম করতে হয়েছে। নানা অত্যাচার অবিচার নির্যাতন হামলা জেলজুলুম সহ্য করতে হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারাবরণ করতে হয়েছে।

তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ৮ই মে তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ গ্রহন না করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি। আমার ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্বেও শুধু দলের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আল্লাহর রহমতে এবারের নির্বাচনে আমার জয়লাভ নিশ্চিত ছিল। সেই সাথে আমি সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের আহবান করছি, আপনারা অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সকল নির্বাচন বর্জন করূন। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

আমি পদে থাকে বা না থাকি জীবন বিএনপি’র আদর্শকে হৃদয়ে লালন করেছি। আমৃত্যু লালন করেই যাব। আমরা অবৈধ সরকারকে খটানোর আন্দোলনে রাজপথে আছি। রাজপথেই থাকব। এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, আমি কোন ব্যক্তি গোষ্ঠী শোষক বা বলয়কে পরোয়া করে বিএনপি’র রাজনীতি করি না। শহিদ জিয়া, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। প্রসঙ্গত: আজ সোমবার সরাইলে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আর আগামীকাল মঙ্গলবার দেয়া হবে প্রতীক বরাদ্ধ। ৮ই মে অনুষ্ঠিত হবে নির্বাচন। সম্মেলন শেষে তারা উপজেলা সদরে একটি মিছিল বের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

fapjunk
© All rights reserved ©
Theme Developed BY XYZ IT SOLUTION

উপজেলা পরিষদ নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন সরাইল বিএনপি’র সাবেক সম্পাদক আনোয়ার হোসেন

Update Time : 04:57:15 pm, Monday, 22 April 2024

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে এবার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। আজ সোমবার দুপুর ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সরাইলে আনোয়ার হোসেন সহ এ পর্যন্ত বিএনপি’র দুই নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরাইলে প্রথম অনলাইনে আনোয়ার হোসেন প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর মনোনয়নপত্র বৈধও ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গত এক মাসেরও অধিক সময় ধরে আনোয়ার হোসেন উপজেলার ৯ টি ইউনিয়নে জনসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন। উঠান বৈঠক, সভা, সেমিনার করছিলেন দিনরাত। আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। নিজ দলের প্রতি সমর্থন, আস্থা ও আনুগত্য দেখিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আনোয়ার হোসেন। তাই তিনি সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

এমন খবরে হতাশ হয়েছেন উনার অনুসারী ও বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ১৯৮৭ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজ ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলে সদস্য ছিলাম। ১৯৮৭ খ্রিষ্টাব্দ থেকে ১৯৯১ খ্রিষ্টাব্দ পর্যন্ত সরাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক ও ১৯৯১ খ্রিষ্টাব্দ থেকে ২০০৩ পর্যন্ত সরাইল উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। একই সাথে ২০০২ খ্রিষ্টাব্দ থেকে ২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলতার সাথে পালন করেছি। রাজনৈতিক জীবনের শুরূ থেকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে আসছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও মানুষের জন্য সততার সাথে কাজ করেছি। তারপরও নানা প্রতিকূলতার বিরূদ্ধে লড়াই সংগ্রাম করতে হয়েছে। নানা অত্যাচার অবিচার নির্যাতন হামলা জেলজুলুম সহ্য করতে হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারাবরণ করতে হয়েছে।

তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ৮ই মে তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ গ্রহন না করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি। আমার ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্বেও শুধু দলের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আল্লাহর রহমতে এবারের নির্বাচনে আমার জয়লাভ নিশ্চিত ছিল। সেই সাথে আমি সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের আহবান করছি, আপনারা অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সকল নির্বাচন বর্জন করূন। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

আমি পদে থাকে বা না থাকি জীবন বিএনপি’র আদর্শকে হৃদয়ে লালন করেছি। আমৃত্যু লালন করেই যাব। আমরা অবৈধ সরকারকে খটানোর আন্দোলনে রাজপথে আছি। রাজপথেই থাকব। এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, আমি কোন ব্যক্তি গোষ্ঠী শোষক বা বলয়কে পরোয়া করে বিএনপি’র রাজনীতি করি না। শহিদ জিয়া, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। প্রসঙ্গত: আজ সোমবার সরাইলে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আর আগামীকাল মঙ্গলবার দেয়া হবে প্রতীক বরাদ্ধ। ৮ই মে অনুষ্ঠিত হবে নির্বাচন। সম্মেলন শেষে তারা উপজেলা সদরে একটি মিছিল বের করেন।