মাহবুব খান বাবুল, সরাইল থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন হবে প্রথম ধাপে। ইতোমধ্যে ইসি কর্তৃক ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। গতকাল ১৫ এপ্রিল সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্র জানায়, গতকাল শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও সরাইল উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক মো. শের আলম মিয়া, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা, বিএনপি’র দুইযুগেরও অধিক সময়ের সাধারণ সম্পাদক, ১/১১ এর কারা নির্যাতিত নেতা মো. আনোয়ার হোসেন, গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. নুরূজ্জামান লস্কর তপু, উপজেলা আ’লীগের সাবেক নেতা এড. মো. মুখলেছুর রহমান, আ’লীগ নেতা, বিশিষ্ঠ ব্যবসায়ি, সমাজসেবক, সেলিম খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সেলিম খন্দকার, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউপি যুবলীগের সাবেক সম্পাদক ও ফ্রন্ট লাইনের সাহসী বীর মুক্তিযোদ্ধা তামান্না মিয়ার ছেলে রাজিব আহমেদ রাজ্জি, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন ভাসানী, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. শাহেদ আলম বাবুল ও ব্যবসায়ি ও সমাজসেবক মো. জামাল মিয়া। সাধারণ ভোটাররা বলছেন, ১১ জন প্রার্থীর মধ্যে আনোয়ার হোসেন মাষ্টার ও এড. তপু বিএনপি সমর্থিত। আর জামাল মিয়া স্বতন্ত্র। বাকি ৮ জনই আওয়ামী লীগ সমর্থিত। ভাইস চেয়ারম্যান পদে এবার সরাইলে মোট প্রার্থীর সংখ্যা ১০ জন। এরমধ্যে পুরূষ প্রার্থী ৬ জন আর মহিলা পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পুরূষ পদের প্রার্থীরা হলেন- সরাইল গ্লোবাল টুরস্ এন্ড ট্রাভেলস্ এর চেয়ারম্যান ও সমাজসেবক হানিফ আহমেদ সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. হোসেন মিয়া, আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারীর স্বত্বাধিকারী ও সামাজিক সংগঠন ‘হৃদয়ে সরাইল’এর সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আলতাফ হোসেন, মো. এনাম খান, মো. সোহেল মিয়া ও মো. কাউছার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, ২০১৪ ও ২০১৯ খ্রিষ্টাব্দের নির্বাচনেও প্রতিদ্বন্ধি শামীমা আক্তার অরূয়াইল ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা ইউপি সদস্য শিরিন বেগম ও মোছা. আবেদা বেগম। প্রসঙ্গত: তফসিল অনুযায়ী মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ২৩ এপ্রিল। নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে।
News Title :
উপজেলা পরিষদ নির্বাচন-২৪ সরাইলে চেয়ারম্যান পদে ১১ জন ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
- Reporter Name
- Update Time : 01:22:48 pm, Wednesday, 17 April 2024
- 236 Time View
উপজেলা পরিষদ নির্বাচন-২৪ সরাইলে চেয়ারম্যান পদে ১১ জন ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
Tag :