সংবাদ শিরোনাম ::
ঈদ উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের ছুটি, স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২ ৩৮১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আগামীকাল ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছেন ব্যবসায়িরা। স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। তবে ছয়দিনের ছুটির পরের দিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই শনিবার থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে বলে। আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, উল্লেখিত সময়ে শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে। বিষয়টি ইতিমধ্যেই দু’দেশের ব্যবসায়িদেরকে জানানোর ব্যবস্থা করা হয়েছে।