ইতালিতে বাকবিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণাংলকার লুট

- আপডেট সময় : ০৮:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাটাই ইউনিয়নে প্রবাসে হওয়া বাকবিতন্ডার ঝেড়ে ইয়াছিন নামে এক ইতালি প্রবাসীর বাড়িতে হামলা করে বসত ঘর ভাংচুর, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়েছে প্রতিপক্ষরা। গতকাল রবিবার( ৫জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নাটাই উঃ ইউনিয়নের নুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ইয়াছিন একই গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। ভুক্তভোগী প্রবাসীর মা আয়েশা বেগম জানান, ২০ বছর পূর্বে আমার স্বামী মৃত্যু বরণ করেন। আমার দুই ছেলে এবং ১ মেয়ে তারা সবাই ইতালি প্রবাসী। তাই আমি বাড়িতে একা বসবাস করি। আমাদের প্রতিবেশী ওয়াসিম মিয়া এবং সাচ্চু মিয়াও ইতালি প্রবাসী। ইতালিতে আমার বড় ছেলে ইয়াছিনের সাথে কোন এক বিষয় নিয়ে হয়ত ওয়াসিমদের কথা-কাটাকাটি হয়েছে। সেই ঝামেলার ঝেড়ে গতকাল সকালে ওয়াসিম এর ছেলে সাগর(২০) ১০-১৫ জনের দল নিয়ে এসে বাড়িতে হামলা করে। রামদা, লোহার রড দিয়া বাড়িতে থাকা তিনটি বসত ঘর এবং ঘরের চাল ভাংচুর করে। আমি ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখলেও তারা লাথি দিয়ে দরজা খুলে আমার গলায় ছুড়ি ধরে আলমারির চাবি নিয়ে নেয় এবং আলমারিতে আমার জমিয়ে রাখা ১০ লক্ষ টাকা এবং আমার প্রবাসী মেয়ের রেখে যাওয়া ২০ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়। তিনি আরো বলেন, আমার ছেলেদের বাবা নেই, তাই গত ১০ বছর ধরে ছেলেদের একটা বাড়ি বানিয়ে দিব বলে এই টাকা জমাচ্ছিলাম। তারা আমার টাকা/স্বর্নালঙ্কার লুট করার উদ্দেশ্যেই সামান্য বিষয়কে কেন্দ্র করে এই হামলা চালিয়েছে। ওরা এলাকার প্রভাবশালী লোক তাই তাদের বিরুদ্ধে মামলা না করতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদের। তবু আমরা একটা অভিযোগ থানায় জমা দিয়েছি। এ বিষয়ে এসআই আতিক জানান, ঘটনার পর পরই আমি সেখানে গিয়েছিলাম। ভাংচুর এর ভিডিও এবং বাদীর সাথে কথা বলেছিলাম। পরে রাতে তারা আমার কাছে একটি অভিযোগ পত্র জমা দিয়েছে। জমা দিয়ে যাওয়ার কিছু সময় পর উনারা নিজেরা নিজেরা মিমাংসা করে নিয়েছেন বলে ফোনে জানান তারা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।