ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ক্লিনিক্যাল ভবন এর শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৪:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ২৫৪ বার পড়া হয়েছে
আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে নবনির্মিত ৮ম তলা বিশিষ্ট ১২৫ শয্যার ক্লিনিক্যাল ভবন, সর্বাধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্স (৪টি আধুনিক অপারেশন থিয়েটার, লেবার রুম, আধুনিক পোষ্ট অপারেটিভ কেয়ার ও সার্জিক্যাল আইসিইউ), আধুনিক ল্যাবরেটরি ও সুসজ্জিত ব্লাড ব্যাংক এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইউনিভার্সেল মেডিকেল কলেজের ৩য় ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন- এই নবনির্মিত ক্লিনিক্যাল ভবন ও অপারেশন থিয়েটার কমপ্লক্স সহ আধুনিক ল্যাবরেটরি এই হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধির পাশাপাশি মেডিকেল শিক্ষার প্রভূত উন্নতি হবে বলে আমি মনে করি। চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর জন্য তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, পাশাপাশি নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে তিনি নবনির্মিত ক্লিনিক্যাল ভবন ও আধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্স পরিদর্শন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ধনঞ্জয় কুমার দাস, যুগ্ম-সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন- অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ- অধ্যাপক ডাঃ উত্তম কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান- ব্রিগেঃ জেনাঃ (এলপিআর) অধ্যাপক ডাঃ মোঃ তানভীরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি। ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ক্রেস্ট বিতরণ পর্ব পরিচালনা করেন হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাঃ কাজী রফিকুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ইন্টার্ন চিকিৎসক ডাঃ শারমিন নাহার ইশা ও ডাঃ নুরুস সাফা মাহদি উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিশেষজ্ঞ সার্জন ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।