আশুগঞ্জ তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ
- আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে
সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে মহিলাদের অবহিতকরণ,উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ ,আত্নকর্মসংস্থান সৃষ্টি,সার্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে অবহিতকরণ,গুজব,অপপ্রচার ,ডেঙ্গু প্রতিরোধএবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধায় নারী উন্নয়ন কেন্দ্রে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউছারের সভাপতিত্বে অতিথি ছিলেন্ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, ,জেলা পলিসি ফোরামের সভাপতি মোঃ আরজু মিয়া,নারী নেত্রী আম্বিয়া বেগম ।সমাবেশে বক্তৃতা করেন নারী উদ্যোক্তা দিপ্লী বেগম,পলি আক্তার,রুজিনা বেগম,জায়েদা খাতুন। সমাবেশে বক্তারা সার্বজনীন পেনশন স্কীম সহ সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে মহিলাদের অবহিতকরণ,উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ ,আত্নকর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্বারোপ করে। সমাবেশে সংগঠক, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১৫০ জন নারী উপসি’ত ছিলেন।