আশুগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০৭:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ আগস্ট) সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ। গ্রেফতারকৃতরা হলেন, শফিকুর রহমান (২৬) জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের নূর রহমানের ছেলে ও জেলার কসবা উপজেলার বিষ্ণউড়ী এলাকার আবুল কাশেমের ছেলে আলমগীর মিয়া (৪৫)।
ওসি নাহিদ আহমেদ জানান, রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পিকআপভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।