আশুগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

- আপডেট সময় : ১০:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ডঃ মো জাহাঙ্গীর আলম রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষকদেরকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহবান জানান । তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে । এরই ফলশ্রুতিতে এই বিদ্যালয়ের উন্নয়ন। এসময় চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক উপসচিব মোঃ আলমগীর খন্দকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ঠ নতুন ভবনটি নির্মাণ করছেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোজ খবর নেন । তিনি এই বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। পরে তিনি বাংলাদেশ টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া উপকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপকেন্দ্রের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি উপকেন্দ্র কে আধুনিকায়নের উপর গুরুত্বপারোপ করেন। তিনি বলেন বিটিভির উপকেন্দ্র গুলোর আধুনিকায়নে সরকার ব্যাপক কাজ করছে।প্রকল্পের কাজ চলমান। এ সময় চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক উপসচিব মোঃ আলমগীর খন্দকার, উপকেন্দ্রের প্রধান টেলিভিশন প্রকৌশলী কাজী ফরহাদ মিয়া , বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু মিয়া, কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন ।