আল মামুন সরকারের মৃত্যুতে এমপি মোকতাদির চৌধুরীর গভীর শোক প্রকাশ

- আপডেট সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ শোক জ্ঞাপন করেন। শোক বিবৃতিতে এমপি মোকতাদির চৌধুরী বলেন,আল মামুন সরকারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকগ্রস্ত হয়ে আছি। আমাদের দলের নেতাকর্মীরা শোকে মূহ্যমান হয়ে আছেন। তাঁর এই মৃত্যু আমাদের দলের জন্য অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগতভাবে সে ছিলো আমার দীর্ঘদিনের বিশ্বস্থ সহচর। তাঁর মৃত্যুতে শহরজুড়েও শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন জনপ্রিয় একজন নেতা। ছাত্রজীবন থেকে শুরু করে তিনি মুজিবাদর্শের রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দু:সময়ে-দুর্বিপাকেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুৎ হয়ে যাননি। মনে-প্রাণে প্রার্থনা করি মহান শ্রষ্টা তাকে জান্নাতবাসী করুন।