আল-মদিনা আইটি ইন্সটিটিউটের গ্রাফিক্স কোর্সর সনদ বিতরণ অনুষ্ঠান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার আহবান
তত্য প্রযুক্তির প্রশিক্ষণ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আল-মদিনা আইটি ইন্সটিটিউটের গ্রাফিক্স ৮৯ ব্যাচের শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির প্রতিযোগিতামূলক বিশ্বে নতুন প্রজন্মকে দক্ষ হয়ে গড়ে উঠার আহবান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নতুনমাত্রার সম্পাদক চিত্রশিল্পী আল আমীন শাহীন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে প্রত্যেককে শৈল্পিক মনোভাবে দক্ষ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। আজ মঙ্গলবার কান্দিপাড়া মাদ্রাসা রোডস্থ ইনস্টিটিউট ক্যাম্পাসে বিদায় অনুষ্ঠানে ছিলেন ইন্সটিটিউটের পরিচালক শাখাওয়াত হোসাইন, পরিচালক ও প্রশিক্ষক মঞ্জুরুর রহমান, স্টেমফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সাব্বির, নতুনমাত্রার স্টাফ রিপোর্টার হাবিবুল হক রাজ্জি, প্রশিক্ষক ইমরান মাহমুদ, প্রশিক্ষক ইশমাম তকী প্রমুখ। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীকে সার্টিফিকেট ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।