আ’লীগের কমিটিতে বিএনপি হাইব্রীডদের অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সরাইলে মানববন্ধন

- আপডেট সময় : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
‘‘রাজাকারের উত্তরসূরি, বিএনপি ও হাইব্রীডমুক্ত আওয়ামীলীগ চাই।” “টাকায় নয় ত্যাগী প্রকৃত আওয়ামীলীগদের পদ পদবী দিতে হবে।” আজ সোমবার সকালে এমন সব স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে আ’লীগের কমিটিতে সম্পূর্ণ মনগড়া ভাবে অগতান্ত্রিক পন্থায় বিএনপি ও হাইব্রীডদের অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের মলাইশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তৃণমূল আ’লীগের নেতা কর্মীরা। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী ও অক্ষয় কুমার চৌধুরীর নেতৃত্বে ওই কর্মসূচিতে শতাধিক লোক অংশ গ্রহন করেন। অন্য মুক্তিযোদ্ধারা হলেন জহরলাল ভৌমিক, কার্তিক বিশ্বাস, রাজকুমার দাস, গৌরাঙ্গ দাস, সমাজসেবক অভিমুইণ্য সরকার, দিলীপ চৌধুরী, যোতিষ চৌধুরী ও ছাত্রলীগ কর্মী ইয়াছির আরাফাত প্রমূখ। মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন, জীবনে কোন দিন জয়বাংলা বলেনি। আ’লীগের কোন সভায় দেখিনি। এরা এখন ওয়ার্ডের নেতা। শুধু টাকার দল করে। একবার বিএনপি আরেকবার জাপা। মলাইশ গাজিপুর ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আ’লীগের কমিটি গঠন হয়েছে শুধু ইউপি আ’লীগের এক নেতার সিদ্ধান্তে। কারণ এখানে তৃণমূল আ’লীগ ও মুক্তিযোদ্ধাদের কথা বলতে দেয়া হয়নি। এখানে প্রকৃত ত্যাগী আ’লীগের প্রার্থীদের কোন মূল্যায়ন করা হয়নি। সবকিছু আগে ঠিকঠাক করে গত নির্বাচন গুলোতে যারা নৌকার বিরোধীতা করে সুবিধার নির্বাচন করেছেন তাদেরকে ওয়ার্ড কমিটির পদ দিয়েছেন। সভা গুলো শুধু লোক দেখানো। সবকিছু ত্যাগ করে জীবন বাজি রেখে যুদ্ধ করলাম। আজ আ’লীগের কমিটিতে মুক্তিযোদ্ধাদের জায়গা নেই। আমরা এই কমিটি মানি না। মানবও না। অবিলম্বে ওই কমিটি গুলো বাতিল করতে হবে। নতুবা আরো কর্মসূচি আসবে। টাকায় নয়। চেয়ার ঠিকিয়ে রাখার জন্য নয়। তৃণমূলের মতামতে প্রকৃত আওয়ামীলীগ প্রেমিদের পদ দেন। আমরা শুনেছি শাহবাজপুরে আ’লীগের পদ পেয়েছেন জনৈক জাপা নেতা। আর পাকশিমুলে জামাতপন্থী লোক পেয়েছে আ’লীগের পদ। এ গুলো কিসের আলামত? আমরা রাজাকারের গন্ধমুক্ত আ’লীগ চাই। বড় নেতা প্রমাণ হবে ভোটে। নেতার কেন্দ্রে নৌকার ভোট ১৩। এর চেয়ে লজ্জার কি আছে? বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে পুনরায় সভা ডেকে তৃণমূল আ’লীগের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হউক।