আবেশ এর উদ্যোগে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান
- আপডেট সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যায়ের প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে সংগঠন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্টস (আবেশ)এর উদ্যোগে কৃতি ছাত্রদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানে জিপিএ ৫ সহ প্রায় ৩ শত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবেশ এর সভাপতি গ্রুপ ক্যাপ্টেন সাগীর আহমেদ। স্বাগত জানান সাধারণ সম্পাদক খায়াংল ইমাম শামীমএ বক্তব্য রাখেন অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫৭ ব্যাচের ছাত্র শিল্প উদ্যোক্তা খলিলুর রহমান, ৭১ ব্যাচের ছাত্র নথ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এম ইমদাদুল হক, আবেশ এর উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান. যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আবদুস সাকির ছোটন।