আবারও সরাইলের কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। আজ সোমবার সকালে অনুষ্ঠিত সভাপতি নির্বাচনের সভায় প্রার্থী হন জাপার কেন্দ্রীয় নেতা, সাহিত্যিক ও কলামিষ্ট মৃধাসহ দুইজন। অপর প্রার্থী হলেন অহিদুজ্জামান লস্কর অপু। ভোট হয় গোপন ব্যালটে। ৮ ভোটের মধ্যে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মৃধা। আর উনার নিকটতম প্রতিদ্বন্ধি অপু পেয়েছেন ১ ভোট। সভাপতি নির্বাচনের ওই সভায় সভাপতিত্ব করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট মৃধাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন।
মাহবুব খান বাবুল