আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রযোগিতা আজ বুধবার বিদ্যালযে মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। তিনি বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ খালেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অিতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন,সরকারী মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ,নিয়াজ মুহম্ম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু . ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউসার এমরান .ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উদ্দিন ,অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র চৌধুরী , বিদ্যালয়ের দাতা সদস্য দেওয়ান দিদারুল আলম মারুফ সহ বিদ্যালয়ের অন্যান্য সদস্য বৃন্দ। ক্রীড়া প্রতিযোগীতায় ২৯ টি ইভেন্টে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জামাল ক্রীড়া প্রযোগীতার সার্বিক তত্বাবধান করেন।