প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২-এ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ইমরূল কায়েস খান আদিব। আদিব সরাইল উপজেলা সদরের বড় দেওয়ানপাড়ার কিশলয় বিদ্যানিকেতন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। প্রথম শ্রেণি থেকে পাঠ গ্রহনে ও বিদ্যালয়ের পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে আসছে আদিব। আদিব সরাইল মহিলা কলেজের প্রভাষক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান ও রোকশানা আক্তার সুমির ছেলে। তার এই কৃতিত্বের পেছনে মা রোকশানা আক্তারের অবদানকে বড় করে দেখছে আদিব। এ ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষিকা ও হোম শিক্ষককের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। আদিব ভবিষ্যতে চিকিৎসক/ প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে।
News Title :
আদিব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে
- Reporter Name
- Update Time : 07:04:36 pm, Tuesday, 28 February 2023
- 117 Time View
Tag :