আগামীকাল তিতাস আবৃত্তি সংগঠনের ২০ বছর পূর্তি

- আপডেট সময় : ০৬:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
২০ বছর পার করছে বাংলাদেশের অন্যতম সক্রিয় আবৃত্তির প্রতিষ্ঠান তিতাস আবৃত্তি সংগঠন। এ উপলক্ষে বেশ কয়েকটি আবৃত্তি অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করবে সংগঠনটি। প্রথম পদক্ষেপ হিসাবে আগামীকাল ১২ নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় বঙ্গবন্ধু স্কয়ারে ২০ বছর পূর্তির সূচনাপর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বের শিরোনাম ভারতীয় শিল্পীদের আবৃত্তি পরিবেশনা। এ পর্বের সূচনা আবৃত্তি করবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী কাজি মাহতাব সুমন। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসাবে কলকাতা থেকে থাকবেন বিপ্লব চক্রবর্তী, মলি দেবনাথ, অন্তরা দাস, মেদিনীপুর থেকে সৌরেন চট্টোপাধ্যায়, সমন্বয় চট্টোপাধ্যায়, ত্রিপুরা থেকে বৈশম্পায়ন চক্রবর্তী ও দীপক সাহা আবৃত্তি পরিবেশন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো.শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো.হেলাল উদ্দিন, ১৪ দলের সমন্বয়ক হাজি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, খেলাঘর আসর সভাপতি ডা.আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সভাপতি কবি আবদুল মান্নান সরকার, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল। সভাপতিত্ব করবেন তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো.মনির হোসেন। আবৃত্তিপ্রিয় সকলের উপস্থিতি কামনা করে অনুরোধ জানিয়েছেন তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল ও সুজন সরকার।