আখাউড়া বন্দর দিয়ে ভারতে গেল ২৮০০ কেজি ইলিশ

0
327
akhura
akhura

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গেছে দুই হাজার ৮০০ কেজি ইলিশ মাছ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বিশেষ বিবেচনায়’ আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দুটি পিকাপ ভ্যানে করে এসব মাছ রপ্তানি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছগুলো রপ্তানি করে ঢাকার যাত্রাবাড়ীর ‘ফিশ বাজার’ নামের একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রপ্তানি করা হয়। ১১২ কার্টনের প্রতিটিতে ২৫ কেজি করে মাছ ছিল। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. মনির হোসেন বাবুল বলেন, ‘পূজা উপলক্ষে বিশেষ অনুমতি সাপেক্ষে ইলিশ রপ্তানি হচ্ছে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ’ খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি শাহনেওয়াজ মিয়া শানু বলেন, ‘কয়েকটি প্রতিষ্ঠান ৫০ টন করে মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এরই আলোকে এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি করা হলো। ’ আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান চৌধুরী জানান, পূজা উপলক্ষে এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি হয়েছে। আরো কোনো প্রতিষ্ঠান মাছ রপ্তানি করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here