ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে ২৮০ কেজি শিং মাছ পাচারের সময় জব্দ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা প্রায় ২৮০ কেজি মাছ নিলামে বিক্রি করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ট্রাস্ট ফোর্সের সদস্যরা গঙ্গাসাগর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ জব্দ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় আটক তিনজন বিজিবির হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
News Title :
আখাউড়া দিয়ে ভারতে পাচারের সময় ২৮০ কেজি শিং মাছ জব্দ
- Reporter Name
- Update Time : 12:54:58 pm, Thursday, 17 November 2022
- 186 Time View
Tag :