ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও ভারতীয় নিষিদ্ধ ঘোষিত স্কফ সিরাপসহ কুখ্যাত মাদক সম্রাট শিমুল ভূঁইয়া (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুরে ওই উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর জামে সমজিদের উত্তর পাশ্বের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শিমুল ভূঁইয়া আখাউড়া উপজেলার মালদার পাড়া গ্রামের মৃত- শাহজাহান ভূঁইয়ার ছেলে। পুলিশ জানায়, শিমুল মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন গোপন সূত্রে খবর পেয়ে আখাউড়া থানার এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় পুলিশ আটককৃত শিমুল ভূঁইয়ার হেফাজতে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মাদক দ্রব্য ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং এবং দুই বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় এস আই মো. জাকির হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। একাধিক মাদক মামলার এই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
News Title :
আখাউড়ায় মাদক সম্রাট শিমুল গ্রেপ্তার
- Reporter Name
- Update Time : 03:19:33 pm, Wednesday, 12 October 2022
- 378 Time View
Tag :
জনপ্রিয় খবর