সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ২১২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে তানিয়া আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে আখাউড়া পৌরসভা এলাকার দেবগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তানিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী। জানা গেছে, দুপুরের দিকে বাড়িতে তানিয়াকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, তানিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গে প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনই আকন্ঞ্জি