সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ সহস্রাধিক শিক্ষার্থীর দুর্নীত বিরোধী শপথ গ্রহণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
”দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এইশ্লোগান নিয়ে দুর্নীতি বিরোধী আন্দেলনকে জোরদার করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য্। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নন সরকার ও সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাহেদ আলী। সমাবেশে বিদ্যালয়ের ২ সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতিকে না বলে দুর্নীতি বিরোধী শপথ নেন।শপথ পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নন সরকার ।














