আগামী ২৪ ডিসেম্বর অন্নদা উৎসব প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৮:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৭৭০ বার পড়া হয়েছে
২৩ নভেম্বরের মধ্যে রেজিস্টেশন করার আহবান
আগামী ২৪ ডিসেম্বর ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে অন্নদা উৎসব ২০২২ সফলের লক্ষে প্রস্তুতি সভা অুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক ডাঃ মোঃ আবু সাঈদ। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আরজু , প্রাক্তন ছাত্র মোমিনুল হক, মোঃ আল মামুন প্রমুখ। সভায় প্রত্যেক ব্যাচের প্রতিনিধিরা প্রস্তুতি বিষয়ে আলোচনায় অংশ নেন। সভায় উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রন পক্রিয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।এবং আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রত্যেক ব্যাচের প্রতিনিধিদের মাধ্যমে অথবা af2022.xyz লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য প্রাক্তন ছাত্রদের প্রতি আহবান জানান হয়। সভায় ২৪ ডিসেম্বরে উৎসব সফলে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এ ছাড়া দিন ব্যাপী আনুষ্ঠানিকতার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।














