সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
110
সরাইলে পানিতে ডুবে মারা যাওয়া শিশু আনাস
সরাইলে পানিতে ডুবে মারা যাওয়া শিশু আনাস

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির পাশের পুকুরে ডুবে আনাস নামের ৬ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। সর্বদা হাসিখুশিতে থাকা ফুটফুটে পুতুলের মত শিশু সন্তানটির আকস্মিক অনাকাঙ্খিত মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না পিতা মাতা। স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১১টার দিকে বাটারবন খাওয়ার জন্য বাবা মুছা মিয়ার কাছে বায়না ধরে আনাস। ছেলের আবদারে সাড়া দিয়ে ১০ টাকা দেন বাবা। বাড়ির পাশের দোকান থেকে বাটারবন ক্রয় করে পুকুর পাড়ে বসেই খাচ্ছিল আনাস। সময়টা ঠিক দুপুর হওয়ায় লোক সমাগমও কম ছিল। শিশু আনাস হঠাৎ কিভাবে যেন পাশের পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় মূহুর্তের মধ্যে পানিতে ডুবে আনাস খাবুডুবু খেতে থাকে। কিছুটা দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন প্রতিবেশী দৌঁড়ে এসে লাফিয়ে পড়ে আনাসকে পানি থেকে উদ্ধার করেন। ততক্ষণে পরপারে পাড়ি জমিয়ে ফেলেছে শিশু আনাস। দ্রূত সরাইল উপজেলা কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন। এত অল্প সময়ের মধ্যে সন্তানের নির্মম মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছেন না পিতা মুছা মিয়া। শিশু সন্তানের মৃত্যুর সংবাদে সংঘা হারিয়ে ফেলছেন আনাসের মা। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠছে আনাসদের বাড়ির পরিবেশ। শিশু আনাসের আকস্মিক মূত্যুতে গোটা গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, পানিতে ডুবে শিশু আনাসের মৃত্যুর সংবাদ শুনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির হাস্যজ্জ্বোল ছবিটি দেখে খুবই ব্যাথিত হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here