শুভেচ্ছা বিনিময়ে মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুক মেসেঞ্জার।
কোনো ভালো খবর দিয়ে বা গ্রহণ করে একজন আরেক জনকে শুভেচ্ছা জানাই। ভালো চেয়ে শুভকামনা করি। আর এ শুভেচ্ছা বিনিময় সহজ করেছে ইন্টারনেট, আরো অনেক বেশি সহজ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে সম্প্রতি ফেসবুকে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে জেনে কিংবা না বুঝে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য মেসেঞ্জারে একটি স্প্যাম্প লিংকটি ফরোয়ার্ড করা হচ্ছে। যার ফলে মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিচ্ছে একদল চক্র।
এ প্রসঙ্গে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একদল চক্র মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুক মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে।
এ ধরনের লিংকে ক্লিক না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। আদিল হাসান বলেন, সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।