ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ নারী ইউপি সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক পাচারকালে মোছা. কাকলী আক্তার (৩৫) নামে এক ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বুধবার বিকেলে সদর উপজেলার রামরাইল থেকে ১৮শ ৯৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক কাকলী আক্তার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার ও একই ইউনিয়নের কাশিনগর গ্রামের মনির হোসেনের স্ত্রী।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক শরিফুল ইসলাম পারবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মেম্বারকে আটক করা হয়েছে। পর তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১৮৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।