ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৫। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে মানববন্ধন,গনস্বাক্ষর কর্মসূচী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার শাহ মো: আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো: শরীফুল ইসলাম,সিভিল সার্জন নোমান মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন দূর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, বিশিষ্ট সাংবাদিক মো: আরজু মিয়া,জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোস্তফা কামাল, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো: আবদুল কাইয়ুম,টিআইবি’র ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়কারী আবদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি আল আমিন শাহিন, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার এস এম শাহিন প্রমুখ।













