বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৪৫৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সোনামোড়া থেকে ৬২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১ জুলাই) আনুমানিক রাত ১:৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউপি’র সোনামোড়া’র পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন ব্যক্তি ৫টি প্লাস্টিকের বস্তা রেখে কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করে এবং অপর ২ জন দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানান যায়, তাদের কাছে থাকা ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর গাঁজা রয়েছে এবং তারা গাড়ীর জন্য অপেক্ষা করতেছিল। পরবর্তীতে ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ৬২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফারুক (২৫), পিতা- দেলোয়ার আলী, মজলিশপুর, মজলিশপুর ইউপি, সদর, ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ রুবেল মিয়া (৩০), পিতা- মোঃ হোসেন মিয়া, ছোট বাকাইল, মজলিশপুর ইউপি, সদর, ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের ও জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।




















