কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আহসানুজ্জামান গেন্দু চৌধুরীর ইন্তেকাল
- আপডেট সময় : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের চৌধুরী বাড়ির প্রবীন মুরুব্বিও কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ্ব আহসানুজ্জামান গেন্দু চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে ঢাকার বার্ডেম হাসপাতালে ইন্তেকাল করে ছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে বয়স ছিল ৮৭ বছর। তিনি চার ছেলে এবং তিন মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহি ও আত্নীয় স্বজন রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা শুক্রবার ঢাকা রামপুরা কুঞ্জবন মনোয়ারা মসজিদ এ বাদ জুম্মা এবং দ্বিতীয় জানাজা শনিবার সকাল ১০ঘটিকায় তাঁর নিজ গ্রাম কনিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নান, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব, কেন্দ্রীয় বিএনপি নেতা রাজিব আহসান চৌধুরী পাপ্পু,নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক মো.আরজু মিয়া ,বীর মুক্তিযোদ্ধা মুমিনুল হক মুমিন সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বর্গ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষে মরহুমের ছোটভাই মানিক চৌধুরী এবং বড় ছেলে অহিদুজ্জামান চৌধুরী আজাদ মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া কামনা করেছেন।













