আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫
- আপডেট সময় : ০৮:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ উপলক্ষে
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত
মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া ও বাদাবন সংঘ এর উদ্যোগে শনিবার ৬ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ উপলক্ষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ” নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করুন” । এই বিষয়ের উপর উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে তাদের চিত্র প্রদর্শন করে এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়।
প্রতিযোগীদের অভিভাবক ও অন্যান্য শ্রেণী-পেশার নাগরিকগনের পর্যবেক্ষণ ও উপস্থিতিতে অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত আয়োজনে এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান এর সভাপতিত্বে সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভী, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া, মো: ছায়দুল ইসলাম খান, সহকারী অধ্যাপক নবীনগর সরকারি কলেজ, নিয়াজ মুহম্মদ খান বিটু, সাধারন সম্পাদক, শিশু নাট্যম ব্রাহ্মণবাড়িয়া, এডভোকেট সৈয়দা ফাহিমা বেগম ও চিত্র শিল্পী মো: বাবুল মিয়া। প্রতিযোগিতা শেষে উপসি’ত সকলের মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটির সমাপ্তি করা হয়।













