ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সকল রিকসা চালককে রিকসার লাইসেন্স প্রদান, লাইসেন্স ফি কমানোসহ ৫ দফা বাস্তবায়ন ও ইতিমধ্যে আটককৃত সকল রিকসা ছেড়ে দেয়ার দাবিতে রোববার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচী পালন করে সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে লাল পতাকা হাতে নিয়ে রিকসা শ্রমিকেরা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জড়ো হয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সভার সামনে গিয়ে অবস্থান নেন।
অবস্থান কর্মসূচী চলাকালে সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক নূরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব মোঃ সাহেদ মিয়া।
এ সময় বক্তারা বলেন, সকল রিকসা শ্রমিকদের রিকসার লাইসেন্স প্রদান করতে হবে। শহরের রাস্তাগুলো প্রশস্থ করে রিকসা চলাচলের উপযোগী করতে হবে। রিকসা শ্রমিকদের লাইসেন্স ফি কমাতে হবে। শহরের আগের রিকসা স্ট্যান্ডগুলো পুনঃস্থাপন করতে হবে। পাচঁ দফা দাবি যদি না মানা হয়, তাহলে হরতাল, ধর্মঘটের মতো বৃহত্তর কর্মসূচী দেয়া হবে।