সুনামগঞ্জের হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

ডেস্কঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু পল্লীতে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জমায়েত হয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও সনাতন ধর্মে বিশ্বাসী বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন উপজেলার সনাতনী ধর্মাবলম্বীরা। পরে শহরের বঙ্গবন্ধু স্কয়ার হতে শহরের মসজিদ রোড হয়ে কুমার শীল মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদী মিছিল শেষ হয়।এরপর সমাবেশ করে দীর্ঘসময় শহরের রাস্তায় অবস্থান নেয় সনাতনী জনতা। এসময় ব্যক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডভোকেট সুমেশ রঞ্জন রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্জীব সাহা বাপ্পী , উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নীতিশরন্জন রায়, কেন্দ্রীয় পূজা পরিষদের সদস্য সুজন দত্ত,সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব তপন দেব, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের জেলা শাখার সভাপতি কাঞ্চন কুমার পাল সহ জেলা উপজেলা বিভিন্ন স্থান হতে আগত হিন্দু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বাংলাদেশের সুনাম গঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু পল্লীতে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই ও জড়িতদের বিচার দাবি করেন।
//প্রসন্ন দাসঃ