সরাইলে জেলা রেড ক্রিসেন্টের সহায়তায় আজ বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা ও শীতার্থ অসহায় দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আর জেলা পরিষদ ডাক বাংলোর উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান এমএসসি। সূত্র জানায়, আজ বিকেলে রেড ক্রিসেন্টের সহায়তায় স্থানীয় ডাক বাংলোতে সরাইল উপজেলা ২০ জন মুক্তিযোদ্ধা ও ৮০ জন দরিদ্র অসহায় শীতার্থ নারী পুরূষকে দেওয়া হয়েছে কম্বল। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. শফিকুর রহমান এমএসসি, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারি প্রকৌশলী আব্দুল হামিদ, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, জেলা পরিষদের সদস্য মো. পায়েল হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, যুব লীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ। জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীকে ফুলেল শুভেচ্ছা জানান সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ মাহবুব খান। পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জেলা পরিষদ ডাক বাংলো সরাইল-এর দ্বিতীয় তলার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
মাহবুব খান বাবুল