ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৪৮ বোতল ফেনসিডিল, ২৩৭ বোতল স্কাফ সিরাপ ও নগদ-৬ হাজার ৬শত টাকাসহ মোঃ খোকন মিয়া-(২৭) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার রাজামারিয়া কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন মিয়া জেলার বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় র্যাব ভৈরর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।