সংবাদ শিরোনাম ::
সরাইলে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংক সরাইল শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরাইল সদরে ব্যাংকের শাখা অফিসে কয়েকশত লোকের অংশ গ্রহনে সভা শেষে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শানে ইয়াদ এলাহির সঞ্চালনায় হোসাইন আহমেদের কোরআন তেলাওয়াত ও ব্যাংকের ব্যবস্থাপক দৌলত খানের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুব উদ্দিন ও মো. আলা উদ্দিন। বক্তারা ইসলামী ব্যাংকের হিসাবের ধরণ ও সেবার মানের প্রশংসা করে সকলকে ইসলামী ব্যাংকে হিসাব খুলে লেনদেনের আহবান জানান। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ।