ডিঃব্রাঃ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সুমন মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২নভেম্বর ২০) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের বড়পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমন পাকশিমুল গ্রামে বিয়ে করে ঘরজামাই হিসেবে থাকতো। নোয়াখালী জেলার লক্ষ্মীপুরে তার বাড়ি। পিতার নাম মনির মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন মিয়া পাকশিমুল গ্রামের রমজান আলীর বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠে। এসময় গাছটির পাশে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।