ডিঃব্রাঃ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডে ভাই ভাই মার্কেটের নিচতলায় রিয়েলমি এর ব্যান্ডশপ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খাজা মোবাইল সেন্টারে এই শপের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার হাজী মোহাম্মদ আবুল হোসেন শ্যামল।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ রোড মার্কেট কমিটির সহ-সভাপতি মো: রাজ্জাক মিয়া, খাজা মোবাইল সেন্টারের সত্বাধিকার মো: মোস্তাক আহম্মেদ অপু, অপো মোবাইল কোম্পানীর প্রমোটর তুর্য চৌধুরী, ওয়ালটন মোবাইল কোম্পানীর ব্রাহ্মণবাড়িয়ার ডিলার মো:রাজিব ভূইয়া সহ বিভিন্ন মোবাইল কোম্পানীর প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মোহাম্মদ আবুল হোসেন শ্যামল বলেন, বর্তমান সময়ে রিয়েলমি মোবাইল অনেক সুনাম করেছেন। এই শপটি ব্রাহ্মণবাড়িয়ায়য় সুনাম বয়ে আনবে। এসময় সকল ব্যবসায়ীদের নমনীয়তার সাথে ব্যবসা করার জন্য অনুরোধ জানান তিনি।