ডিঃব্রাঃ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাই করতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদনের ফরম বিক্রয় শুরু করেছে জেলা আওয়ামী লীগ। রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, আখাউড়া পৌরসভা ও কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে এবং ৩ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এই সময়ের বাইরের কেউ জমা দিলে প্রার্থী তালিকায় বাছাই আবেদন গ্রহণ যোগ্য হবে না বলে এতে জানানো হয়।