ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার ভূমিহীনদের জন্য ১ হাজার ৯১টি ঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শনিবার গণভবন থেকে ভিডিও নফারেন্সের মাধ্যমে এসব ঘরের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আখাউড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এ,বি, এম আজাদ, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর এ আলম, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমূখ।
এ সময় সরকারী কর্মকর্তাসহ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের মাঝে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতে ঘর উদ্বোধন ও হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।