ডিঃব্রাঃ ডেস্কঃ
টোকেন নিয়ে আসতেই গৃহকর্মীদেরকে বসিয়ে দেয়া হলো সোফায়। এরপর মঞ্চে ডেকে নিয়ে শীতবস্ত্র হিসেবে তুলে দেয়া হলো কম্বল। এভাবে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ গৃহকর্মীর হাতে কম্বল তুলে দেয় কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ। বিডি এ্যনিমেল হেলথ এর সহযোহিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
‘ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে, গৃহকর্মীর পাশে’ শ্লোগানে মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। শুভসংঘের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্নার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, শুভসংঘের উপদেষ্টা আব্দুল মালেক, রাসেল আহমেদ, কালের কণ্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. বাহারুল ইসলাম মোল্লা, সময় টিভির ব্যুরো চিফ উজ্জল চক্রবর্তী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, শুভসংঘের সাধারন সম্পাদক শারমীন সুলতানা, সুমন রায়, জুয়েল রহমান, নুরুল হুদা পাভেল, আব্দুল মোতালিব, চয়ন বিশ্বাস, শাকিলা জাফর জেসি, মনির চৌধুরী, স্বর্ণালী আক্তার, শাহাদাৎ হোসেন, সৌমেন পাল, প্রসন্ন দাস প্রমুখ।