ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রাক চাপায় ১ অটোরিকশার চালক নিহত

0
83

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক সুজন কুমার চক্রবর্তী জানান, সকালে আশুগঞ্জ-আগরতলা চারলেন মহাসড়কের কাজে নিয়োজিত এফকন কোম্পানির বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জ অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কাউতুলী মোড়ে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৮-৫০ বছর হবে। এই ঘটনায় ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে।

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here