ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক মন্দিরের পুরোহিতের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে শহরের পূর্ব পাইকপাড়া কালি মন্দির রোড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব পাইকপাড়া কালি মন্দির রোড এলাকায় ওই পুরোহিতের ভাড়া বাসায় স্থানীয় সুবোধ দাসের ছেলে কালু দাস যাওয়া আসা করতো। ওই বাড়ির ছাদে প্রায় সময় কালু মাদক সেবন করতো। দুপুরে পুরোহিতের স্ত্রী বাচ্চার কাপড় ছাদে শুকাতে গেলে কালু দাস পুরোহিতের স্ত্রীকে পেছন দিক দিয়ে মুখে চেপে ধরে মাটিতে শুয়ে ফেলে।
এসময় পুরোহিতের স্ত্রী জোরজবরদস্তি করে কালুর কাছ থেকে পালিয়ে এসে চিৎকার শুরু করলে এলাকাবাসী জড়ো হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
স্থানীয়রা জানায়, কালুর যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। টিউবওয়েল চোর হিসেবে সে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
শহরের ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাসান খাঁন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।