‘করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারন রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’- প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্, জেলা পরিবার পরিকল্পনা সহকারি পরিচালক ডা. মকবুল হোসেন, কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শিরিন সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি কাউসার এমরান সহ উর্ধ্বতন কর্মকর্তারা।