ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলমের পক্ষ থেকে দেড়শতাধিক অসহায় মহিলাদের মাঝে শীতবস্ত্র করা হয়েছে। আজ রোববার সকালে শহরের শিমরাইলকান্দিস্থ তার নিজ বাসভবনের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদিকা এড. আলেয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাছরিন হাওলাদার শিশির, শ্রম বিষয়ক সম্পাদিকা নাসিমা কাইয়ূম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগমসহ মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রীর পক্ষ থেকে দেড়শতাধিক মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, মুজিব বর্ষে কোনো সাধারন মানুষ যেন শীতে কষ্ট না করে সে জন্য সরকারের পাশাপাশি আমরা মহিলা আওয়ামীলীগ মাঠে তৎপর রয়েছি। আশাকরি সকলের ঐক্যবদ্ধ প্রয়াস আর সহযোগীতার মাধ্যমে আমরা এই শীতের তীব্রতাকে জয় করতে পারবো। তিনি সমাজের বৃত্তবানদেরকে তাদের প্রয়াসে এগিয়ে আসার আহবান জানান।